সিরাজগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতে অর্থ দন্ড
সিরাজগঞ্জ প্রতিনিধি ; মোঃ নাজমুল হোসেন রাজা
করোনা ভাইরাস প্রতিরোধে সিরাজগঞ্জ সদর উপজেলায় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়া বাজার স্থিতিশীল রাখতে মনিটরিং অব্যাহত রয়েছে।শনিবার (৪এপ্রিল) বিকাল থেকে রাত পর্যন্ত সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মোট তিন হাজার দুই শত টাকা অর্থ দন্ড করা হয়েছে।
সচেতনতামূলক কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের দুই সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন এবং মোছাঃ তানজিনা খাতুন। সিরাজগঞ্জ সদর থানা পুলিশ এবং আনসার টিম সচেতনতামূলক কার্যক্রম ও ভ্রাম্যমাণ আদালতের কাজে সহযোগিতা করে।জেলা প্রশাসনের দুই সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মঈন উদ্দিন এবং মোছাঃ তানজিনা খাতুন জানান, শনিবার (৪ এপ্রিল) বিকাল থেকে রাত পর্যন্ত সিরাজগঞ্জ সদর উপজেলার ফকির তলা, ছোনগাছা, পিপুলবাড়ীয়া,মহিষামুড়া, মুনসুমি বাজারে , শিয়াকোল হাট বাজারে সচেতনতামূলক কার্যক্রম ও বাজার মনিটরিং করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।আরোও জানান, অযথা বাহিরে আড্ডা না দিয়ে বাড়িতে থাকার ও উপদেশ দেন তিনি।
এ সময় চন্দ্রকোনা গ্রামের জেল হোসেন এর ছেলে আলামিন কে ২০১৮ সনের সংক্রামক রোগ নিয়ন্ত্রণ আইন ২৬ (১)(২) ধারায় ২ হাজার টাকা অর্থ দন্ড করা হয় । এছাড়াও সরকারি আদেশ অমান্যকরণে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় অনুযায়ী অনুযায়ী ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় জনকে এক হাজার দুই শত টাকা অর্থ দন্ড করা হয়।জনস্বার্থে এই ধরণের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানান তিনি। এসময় বিজ্ঞ ম্যাজিস্ট্রেট এর পেশকার মোঃ জাহাঙ্গীর হোসেন , মোঃ আতাহার হোসেন , আশরাফুল ভ্রাম্যমাণ আদালতে সহায়তা করেন ।