সিরাজগঞ্জে করোনা প্রতিরোধে ২২দিনে ১০৫৮ জনকে জরিমানা
শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ:
করোনা প্রতিরোধে ও সংক্রমণ এড়াতে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষে সিরাজগঞ্জে নানামুখি কার্যক্রম চালিয়েছেন ভ্রাম্যমান আদালত। আইন অমান্য করে অপ্রয়োজনে ঘোরাঘুরি, সামাজিক দুরত্ব নিশ্চিত না করা, জনসমাগম ঘটানো ও অপ্রয়োজনীয় দোকান খোলা রাখায় সিরাজগঞ্জ সদর সহ জেলার ৯টি উপজেলায় অভিযান চালিয়ে গত ২২ দিনে ১০৫৮ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ২৩ মার্চ ২০২০ থেকে ১৫ এপ্রিল ২০২০ পর্যন্ত দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের নেতৃত্বে ১৬৫টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯৪১টি মামলা ও ১০৫৮ ব্যক্তিকে ১৯ লাখ ৯৩ হাজার ৬০ টাকা জরিমানা করা হয়েছে। সেনা বাহিনী, পুলিশ ও আনসার ব্যাটেলিয়ন এর সহায়তায় জেলা প্রশাসন ও উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসব অভিযান পরিচালনা করছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. তোফাজ্জল হোসাইন এ তথ্য নিশ্চিত করে জানান, করোনা সংক্রমণ প্রতিরোধে এ পর্যন্ত জেলার সদর, কামারখন্দ, শাহজাদপুর, রায়গঞ্জ, বেলকুচি, উল্লাপাড়া, তাড়াশ, চৌহালী ও কাজিপুর উপজেলার বিভিন্ন এলাকায় নির্বাহী ম্যাজিস্টেটগণের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এছাড়া করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা মূলক প্রচারণা অব্যাহত রয়েছে ।