সিরাজগঞ্জে করোনা আতংকের মাঝে আবারও মাদ্রাসা ছাত্রীকে বাল্য বিয়ে দেয়ার চেষ্টা, বন্ধ করলেন এসিল্যান্ড !
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
করোনা ভাইরাস আতংকের মাঝেও সিরাজগঞ্জ পৌরএলাকার সয়াধানগড়া দক্ষিণপাড়ায় অষ্টম শ্রেণীপড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীর বাল্যবিয়ের দেয়ার আয়োজন চলছিলো , ঠিক সেই মুহুর্তে গোপন সংবাদের ভিত্তিতে বাল্যবিয়েটি বন্ধ করেন, সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান।
রোববার বিকেলের উক্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট তার সংগীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে সয়াধানগড়া দক্ষিণ পাড়ায় কনের বাড়ীতে উপস্থিত হন। তখন কনের বাড়ীতে কনে অষ্টম শ্রেণীর ছাত্রী (১৩) এর সাথে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের আটারদাগ গ্রামের কাপড় বিক্রেতা (২৩) এর বিয়ের আয়োজন চলছিল। কনে স্থানীয় মাদ্রাসার অষ্টম শ্রেনীর ছাত্রী। কনে অপ্রাপ্তবয়স্ক।ভ্রাম্যমাণ আদালত বাল্যবিবাহ বন্ধ করে বরের পিতা,বরের ভাই ও বরের চাচা প্রত্যেককে দশ হাজার টাকা করে মোট ত্রিশ হাজার টাকা জরিমানা করেন।কনের পিতাকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝালে তিনি তার ভুল বুঝতে পারেন এবং তার মেয়েকে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিবাহ দিবেন না বলে মুচলেকা দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, পৌর ভূমি সহকারী কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও এ,মএসআই রবিউল ও সদর থানা পুলিশের সদস্যবৃন্দ।