সিরাজগঞ্জে করোনায় নিহতদের ‘কাফন, জানাজা ও দাফন’ টিম গঠন
আবির হোসাইন শাহিন :
সিরাজগঞ্জে করোনাভাইরাস সংক্রমণে মুসলমান ব্যক্তির কাফন, জানাজা ও দাফন নিয়ে টিম গঠন করা হয়েছে। ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা কার্যালয় সূত্র জানায়, ইসলাম ধর্মের বিধানমোতাবেক মুসলমান ব্যক্তি মারা গেলে কাফন, জানাজা ও দাফনের বিধান রয়েছে। কিন্ত করোনাভাইরাস ছোঁয়াচে রোগ হওয়ায় বর্তমানে এ ভাইরাস সংক্রমণে কোনো মুসলমান মারা গেলে জনসাধারণ তার কাফন, জানাজা ও দাফনে অংশগ্রহণ করতে ভয় পাচ্ছে। এ কারণে ইসলামিক ফাউন্ডেশন প্রধান কার্যালয় হতে প্রেরিত পত্রের নির্দেশমোতাবেক জেলা ও উপজেলা কাফন, জানাজা ও দাফন টিম গঠন করা হয়েছে।
করোনাভাইরাস সংক্রমণে জেলায় কোনো মুসলমান মারা গেলে ওই টিম তার কাফন, জানাজা ও দাফনের ব্যবস্থা করবে। ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক মো. বজলুল করিম বলেন, প্রধান কার্যালয় হতে প্রেরিত পত্রের নির্দেশমোতাবেক জেলায় ৯টি উপজেলায় ৯টি ও একটি জেলা কাফন, জানাজা ও দাফন টিম গঠন করা হয়েছে।