সিরাজগঞ্জে কওমী জুটমিলস পুনরায় চালুর দাবিতে মানববন্ধন
মোঃ হোসেন আলী ( ছোট্ট)ঃ
সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ কওমী জুটমিলস, বন্ধ থাকা জাতীয় জুটমিল পুনরায় চালুর দাবীতে সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দল ও জাতীয়তাবাদী পাট শ্রমিকদলের উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ০৩ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে কওমী জুটমিল, ১ নং মিলগেট রায়পুরে কওমী জুটমিলস পুনরায় চালুর দাবি মানববন্ধন অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন কওমী মজুমদার ইউনিয়নের সাবেক সভাপতি ও সিরাজগঞ্জ জেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী পাট শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আনোয়ার হোসেন। মানববন্ধনে সঞ্চালনা করেন কওমী জুটমিল শ্রমিক দলের প্রচার সম্পাদক মোঃ হাসান শেখ।
উক্ত মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জুটমিল কি ভাবে চালু করা যায় এর উপর দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু।
অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু বলেন, সিরাজগঞ্জ কওমী জুটমিল বন্ধ হওয়ার কারণে অনেক শ্রমিকেরা কর্মস্থল হারিয়ে বেকারত্ব হয়ে পড়েছেন। আমরা সরকারকে বিব্রত করতে চাই না কিন্তু এর বাইরে কোনো উপায় থাকবে না। আমি জেনেছি যে সরকার ইতিমধ্যেই বেশ কয়েকটি জুটমিল চালুর উদ্যোগ নিয়েছে তার মধ্যে সিরাজগঞ্জের কওমি জুটমিল থাকতে হবে। কৃষি নির্ভর এ জেলায় ব্যাপক পাট উৎপাদন হয়। জুট মিল বন্ধ থাকায় কৃষক পাটের ন্যায্য মূল্য পায় না। বিগত লুটেরা সরকার সবগুলো প্রতিষ্ঠানের মতো এটাকেও ধ্বংস করে দিয়েছে। সরকার পলিথিন বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য বিকল্প হিসেবে জুটমিলে তৈরি পাটের বস্ত্র এক্ষেত্রে ব্যাপক ভ‚মিকা রাখতে পারে। তাই আমি অন্তর্বতীকালীন সরকারের কাছে তাদের বকেয়া বেতন দেয়ার দাবী করছি।পাট মন্ত্রণালয়ের উপদেষ্টার কাছে আমি বলছি শ্রমিকদের বকেয়া বেতন অনুসন্ধান করে তাদের ন্যায্য পাওনা বকেয়া দেওয়া হোক। পরিশেষে তারা অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতি কওমী জুট মিলটি পুনরায় চালুর পাশাপাশি শ্রমিকদের পাওনা বকেয়া প্রদান করার আহব্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী শ্রমিকদলের (ভারপ্রাপ্ত) সভাপতি বিশা শেখ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক এম. এ ওয়াহাব,
এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিএনজি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম লিটন, জেলা শ্রমিক দলের যুগ্ম- সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম রিগান, জেল হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির, সহ- সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপি সহ- দপ্তর সম্পাদক মোঃ এনামুল হক, জেলা বিএনপি সহ- প্রচার সম্পাদক রেজাউল করিম খান, সহ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এম দুলাল উদ্দিন আহমেদ, জেলা জাসাস এর আহবায়ক মোঃ আব্দুলাহ আল মাহমুদ রানা,
আরো ছিলেন জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ।প্রমুখ। মানববন্ধনে ইলেকট্রনিক্সস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ।