সিরাজগঞ্জে এ্যাডভোকেট লোকমান হাকিমের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক ঃ
চাইল্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশান (সিডিও) রাজশাহী বিভাগীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজগঞ্জের সন্তান এডভোকেট লোকমান হাকিমের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ নভেম্বর) সকালে সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কের প্রেসক্লাব চত্ত্বরে চাইল্ড ডেভেলপমেন্ট অরগানাইজেশানের আয়োজনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় চাইল্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশান (সিডিও) সিরাজগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক দ্বীন মোহাম্মাদ সাব্বিরের সঞ্চলনায় সভাপতি রোকোনুজ্জামান খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সিডিওর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী পরিচালক এম এ এইচ তুহিন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ, সিডিও রাজশাহী বিভাগীয় কমিটির সভাপতি এ্যাড. আঞ্জুয়ারা পারভিন রত্না, সাংগঠনিক সম্পাদক মোঃ বুলবুল আহমেদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, অর্থ সম্পাদক এ্যাড. খাদিজা ইসলাম শম্পা। নাটোর জেলা কমিটির অর্থ সম্পাদক এ্যাড. আঞ্জুমান আরা সহ-সাংগঠনিক সম্পাদক শারমিন আক্তার লতা প্রমুখ।
এসময় বক্তারা এডভোকেট মো: লোকমান হাকিমের ওপর হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান। একই সাথে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ বলেন,
সিডিও’র সিরাজগঞ্জ জেলার সভাপতি মোঃ রোজোনু
সিডিও’র প্রধান নির্বাহী পরিচালক এম এ এইচ তুহিন বলেন, এডভোকেট লোকমান হাকিম একজন শিশুবান্ধব আদশ-সরল ব্যাক্তি। তার ওপর সন্ত্রাসী হামলা অপ্রত্যাশিত। অপরাধী দের দ্রুত শাস্তির আওতায়
এসময় আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি ইশরাত জাহান মৌ, সদস্য আসাদুজ্জামান নাদিম, মোঃ ঈমাম হোসাইন, এড. প্রমুখ।