সিরাজগঞ্জে এশিয়ান টেলিভিশনের ৯ম প্রতিষ্ঠা পালিত।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জে নানা আয়োজনে – এশিয়ান টেলিভিশনের ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষ্যে – সিরাজগঞ্জ প্রেসক্লাবে আলোচনাসভা ও কেক কর্তন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ জানুয়ারি২০২২) সন্ধ্যায় প্রেসক্লাবের হলরুমে এশিয়ান টেলিভিশনের স্টাফরিপোর্টার জিন্নাহ ফারুক এর আয়োজনে অনুষ্ঠিত আলোচনাসভা ও কেক কর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার হাসিবুল আলম (বিপিএম)।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হেলাল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মেঃ শফীউল্লাহ, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু, যুগ্ন-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সরকার,দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ইসমাঈল হোসেন, দৈনিক আজকের জনবাণী পত্রিকার সহকারী সম্পাদক, সলঙ্গা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম,দুলাল উদ্দিন আহমেদ ও বাংলাদেশের আলো পত্রিকার জেলা প্রতিনিধি মাকসুদা পারভীন প্রমুখ।
সময় টেলিভিশনের সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি রিংকু কুন্ডুর সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার জিন্নাহ ফারুক। এসময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সহ সুধীজন ও গুণীজনদের অনেকে উপস্থিত ছিলেন।