সিরাজগঞ্জে এক মন বোরো ধানের দাম ৬০০টাকা !
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ জেলাজুড়ে চলছে এখন বোরো ধান কাটার মহাউৎসব । ফলন ভালো হলেও দাম নিয়ে মোটেও সন্তুষ্ট নন কৃষকরা। স্থানীয় হাট -বাজারে এক মন ধানের ছয়’শ সাড়ে ছয়’শ টাকা । জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে জেলার নয়টি উপজেলায় ১ লাখ ৪১ হাজার ৪০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়। এবার বোরো ধানের ফলন ভালোই হয়েছে। আবহাওয়া এখন পর্যন্ত অনুকূলে আছে। আবহাওয়ার এই অবস্থা অপরিবর্তিত থাকলে কৃষকরা ভালো ফলন পাবেন। জেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক হাবিবুল হক বলেন, সদর, রায়গঞ্জসহ বেশ কয়েকটি উপজেলায় ব্লাস্টে আক্রান্ত হওয়ায় ফসলের কিছু ক্ষতি হয়েছে। সারা জেলায় ব্লাস্টে প্রায় ৪০ হেক্টর জমির ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেলার সদর, কামারখন্দ রায়গঞ্জ, উল্লাপাড়া তাড়াশ ও কাজীপুর উপজেলার কৃষকরা জানায়, এবার ধানের দাম খুবই কম। বাজারে প্রতি মণ বোরো ধাণ বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৬৫০ টাকায়। স্থানীয় কৃষক আব্দুল আলীম বলেন, ৪৮ শতক জমির ধান কাটাতে সাড়ে তিন হাজার টাকা শ্রমিকদের দিতে হয়েছে। শ্রমিকদের দুপুরের খাবারেরও ব্যবস্থা করতে হয়েছে।
ধানের চাষ, রক্ষনাবেক্ষণ ও সার বাবদ প্রায় ১১ থেকে ১২ হাজার টাকা খরচ হয়েছে। তিনি বলেন, বাজারে প্রতিমন ধান বিক্রি হচ্ছে ৬০০ থেকে ৬৫০ টাকায়। ২৭ মন ধান বিক্রি করলে পাওয়া যাবে ১৭/১৮ হাজার টাকার মত। সবকিছু মিলিয়ে তেমন কোন লাভ নেই। চন্ডিদাস গাতীর কৃষক আব্দুল আলীম বলেন, ধান বিক্রি করতে গেলে কৃষক নায্য দাম না পেলেও কিনতে গেলা চড়া দামে কিনতে হয়।