সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে উন্নয়নের অগ্রযাত্রায় সরকারি আইনি সেবায় সাফল্য-প্রচারে মিডিয়ার ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত।

স্টাফ রিপোর্টার ঃ

সিরাজগঞ্জে ‌’উন্নয়নের অগ্রযাত্রায় সরকারি আইনি সেবায় সাফল্য-প্রচারে মিডিয়ার ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ নভেম্বর’১৮)সন্ধ্যায় সিরাজগঞ্জ জেলা জজ আদালত সম্মেলন কক্ষে এ কর্মশালা সভা হয়।

এ সভায় জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) এবং সিরাজগঞ্জ জেলা আইনগত সহায়তা প্রদান কমিটির সভাপতি জাকির হোসেন খানের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির, একই ট্রাইব্যুনাল-২ এর বিচারক আব্দুল্লাহ আল মামুন, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদত হোসেন প্রামানিক, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার ফোরকান আলী, জেল সুপার আল মামুন, প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার জেলা প্রতিনিধি এস এম তফিজ উদ্দিন, সাধারণ সম্পাদক ফজলে খোদা লিটন, সহ-সাধারণ সম্পাদক ইসরাইল হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম, প্রবীণ সাংবাদিক আব্দুল কুদ্দুস, বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১’র জেলা প্রতিনিধি মাসুদ পারভেজ, চ্যানেল যমুনা’র জেলা প্রতিনিধি রুবেল প্রমুখ।

কর্মশালায় বক্তারা বলেন, চলতি বছরের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত ১০ মাসে ৪৬৭টি মামলার নিষ্পত্তি করেছে সিরাজগঞ্জ জেলা আইনগত সহায়তা কমিটি। বিচারাধীন রয়েছে আরও ১০৯টি মামলা। এছাড়াও বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থার (এডিআর) ১৭৫টি আবেদনের সবগুলোই নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ৪৩ টি সংসার ফিরে পেয়েছে।

প্রেজেন্টেশনের মাধ্যমে তথ্য উপস্থাপন করেন সহকারী জজ লিয়াকত সালমান। এ কর্মশালায় অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ মোর্শেদ আলমসহ বিচারকগণ উপস্থিত ছিলেন।