সিরাজগঞ্জে ইয়াবাসহ ২ মাদকবিক্রেতা আটক
সিরাজগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা।
আটক মাদকবিক্রেতারা হলেন, সদর উপজেলার খোকশাবাড়ী গ্রামের মৃত ফজলুর ছেলে চাঁদ মিয়া ওরফে রিজভী (৩৬) ও কান্দাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মামুন শেখ (২৮)।
১১ আগস্ট শনিবার ভোরে পৌর এলাকার এমএ মতিন সড়কে মৌসুমী সিনেমা হলের সামনে থেকে তাদের আটক করা হয়।
সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজহারুল ইসলাম , চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শহরের মৌসুমী হলের সামনে অভিযান চালিয়ে ওই দু’জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩০০ পিস ইয়াবা জব্দ করা হয়।
এ ঘটনায় আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান ডিবি’র এ কর্মকর্তা।