সিরাজগঞ্জে ইভটিজিং এর দায়ে তিন বখাটের অর্থদন্ড
শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদরের সয়দাবাদ ইউনিয়নের সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে ছাত্রীদেরকে ইভটিজিং করার অপরাধে তিন যুবকের প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল শনিবার সকালে সিরাজগঞ্জ সদরের সয়দাবাদ ইউনিয়নের সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের গেটের সামনে থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিমুল (১৮),তামজিদ(১৮) ও ইয়াছিন(১৮) নামে তিন বখাটেকে আটক করে ছাত্রীদেরকে ইভটিজিং করার দায়ে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করেছেন সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান।আদালত সূত্র জানায়, দীর্ঘদিন যাবৎ তিন বখাটে যুবক সয়দাবাদ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের আসা যাওয়ার পথে এবং স্কুলের গেটের সামনে দোকান থেকে বিভিন্নভাবে স্কুলের মেয়েদের উত্ত্যক্ত করত। অদ্য ভ্রাম্যমাণ আদালত গোপনে ওতপেতে তিন বখাটেকে উক্ত স্কুলের গেটের সামনে থেকে হাতেনাতে ধরে ফেলেন এবং দন্ডাদেশ দিয়েছেন। উক্ত অভিযানে সহযোগিতা করেন সয়দাবাদ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ মঈন উদ্দীন, পেশকার আঃ সাত্তার ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।