সিরাজগঞ্জে ইএসডিও’র ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
বাংলাদেশের জাতীয় পর্যায়ের বেসরকারি সংস্হা ইকো- সোশাল ডেভলপমেন্ট অর্গানাইনেশন ( ইএসডিও) সিরাজগঞ্জ জেলা শাখা’র আয়োজনে, কাজীপুর রোডস্হ রহমতগঞ্জে জেলার কার্যালয়ে ইএস ডির ৩১তমপ্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয় ।
বুধবার ( ৩ এপ্রিল -২০১৯) সকালে এ অনুষ্ঠানের এক আলোচনাসভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক -স্বপন কুমার কর্মকার, সিরাজগঞ্জ ডিএফ, ইউএন ডিপি, এভিসিবি- প্রকল্প কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন।
এসময় উপস্হিত ছিলেন, ভাসানী কিন্ডার গার্টেন স্কুলের পরিচালক সোহেল রানা, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আব্দুল্লাহেল বাকী ও
ইএসডিও ‘র এভি সি বি -” মাইক্রোফিনান্স, আরবান প্রাইমারী হেলথ কেয়ার ও উজ্জীবিত প্রকল্পের সকল কর্মীবৃন্দ।