সিরাজগঞ্জে ইউনিয়ন পর্যায়ে শেয়ারিং ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ
ইউনিয়ন পর্যায়ে শেয়ারিং কর্ম পরিকল্পনা সভা সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন পরিষদের আয়োজনে ও আই এম এস আর এইচ আর এন্ড এম এন এইচ প্রকল্প, কেয়ার বাংলাদেশের সহযোগিতায় ইউপি’র হলরুমে মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি -২০১৯) সকালে হয়েছে। এতে সভাপতিত্ব করেন, বহুলী ইউ’পি চেয়ারম্যান মোঃ রুহুল আমিন সরকার। সভায় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ সদর হাসপাতালের মেডিক্যাল অফিসার নূরে জান্নাত স্বপ্না, সদর উপজেলা ফ্যামেলী প্লানিং কর্মকর্তা রেবেকা সুলতানা, সিরাজগঞ্জ কেয়ার বাংলাদেশের প্রজেক্ট অফিসার (পি. ও) সেলিনা আক্তার, বহুলী ইউপি সচিব এস এম মনিরুল ইসলাম, ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, হাফিজুর রহমান, ইউপি সদস্য আমজাদ হোসেন, ফরিদুল ইসলাম প্রমুখ। এ সভার উদ্দেশ্যে ইউনিয়ন পর্যায়ে উক্ত প্রকল্প পরিচালিত জরিপ মা,নবজাতক, শিশু স্বাস্হ্য ও কিশোরী স্বাস্হ্য উন্নয়নে যেসকল কর্মকান্ডে চিহ্নিত হয়েছে তা সুষ্ঠভাবে বাস্তবায়নের জন্য ১টি বাস্তব ভিত্তিক কর্মপরিকল্পনা প্রনয়ন করা যাতে কমিউনিটিতে মা , নবজাতক ও শিশু স্বাস্হ্যর উন্নতি ঘটে। প্রকল্প কর্তৃক জরিপ ফলাফল অবহিত করা এবং সন্মত হবে। চিহ্নত সমস্যা সমুহ বাস্তবায়নের জন্য ইউপি চেয়ারম্যান, সদস্য, সিসি ওসিজির সদস্য, স্বাস্হ্যকর্মী, পরিবার পরিকল্পনা কর্মী, এনজিও অন্যান্য ব্যক্তিবর্গের অংশ গ্রহনের ক্ষেত্র চিহ্নিত ও কর্মপরিকল্পনা প্রনয়ন।