সিরাজগঞ্জে আমার ফেসবুক গ্রুপ কর্তৃক গরীব দুঃখী মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ
মো. হোসেন আলী( ছোট্ট)ঃ
” ধনীতে গরীবে হাসে হাসে দুখী নিঃস আজ ঈদ তাই বুঝি হাসে সারাবিশ্ব ” এই পতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে আত্মমানবতার সংগঠন মানবিক ব্যক্তিদের আর্থিক সহযোগিতায় দরিদ্র, অসহায়, এতিম ও বিধবাদের মাঝে ফেসবুক গ্রুপের উদ্যোগে ঈদ বাজার উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার ( ০৫ এপ্রিল ২০২৪) সকাল ৯ টায় বনোয়ারী লাল সরকারী উচ্চ বিদ্যালয়/ বিএল স্কুল মাঠে আমার ফেসবুক গ্রুপ, এ্যাডমিন আব্দুল আলিম এর সার্বিক সহযোগিতায় ও আয়োজনে ঈদ বাজার উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমার সিরাজগঞ্জ ফেসবুক গ্রুপ এ্যাডমিন আব্দুল আলিম এর সভাপতিত্বে ঈদ বাজার উপহার সামগ্রী বিতরণ অসহায় দুস্থদের হাতে তুলেদেন সিরাজগঞ্জের বিশিষ্ট সমাজসেবক ও ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজী মো. আব্দুস সাত্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হাজী মো. আব্দুস সাত্তার তিনি বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। বাংলাদেশের সব থেকে জনপ্রিয় ও সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দরিদ্র অসহায়দের মধ্যে বিভিন্ন সময়ে ঈদ উপহার সামগ্রী সরকারের পক্ষ থেকে দেওয়া হয়ে থাকে। এরই পাশাপাশি আমাদের সিরাজগঞ্জে আত্মমানবতায় কাজ করে চলেছে। আমার ফেসবুক গ্রুপ সংগঠনটি তারা এসময়ে সুবিধাবঞ্চিত গরীব ও অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার বাজার তুলেদিয়েছেন। তারা ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করবার জন্য। সারা বিশ্বে অনেক লোক আছেন যারা বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক রয়েছেন। এবং সমাজে বিত্তবান রয়েছেন তাদের প্রতি আমার অনুরোধ রইলো আপনারা মানবতার সংগঠনগুলোকে আর্থিক ভাবে সহযোগিতা র হাত বাড়িয়ে দিন।
অনুষ্ঠানে সভাপতি আব্দুল আলিম তিনি বলেন, আর্তমানবতার সেবায় আমার ফেসবুক গ্রুপটি সাধারণ মানুষের পাশে দাঁড়াতে ও সিরাজগঞ্জকে বিশ্বমঞ্চে তুলে ধরতে এই গ্রুপ তৈরি করা হয়েছে। মানুষের সেবায় বিভিন্ন উদ্যোগে যারা দেশ ও দেশের বাইরে থেকে সহযোগিতা করে যাচ্ছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।আপনাদের এই ভালোবাসা, অকুণ্ঠ সমর্থন, দিকনির্দেশনা আমাদের অনুপ্রাণিত করে।’
এসময়ে উপস্থিত ছিলেন, মানব সেবায় সপ্ন গ্রুপের অন্যতম সদস্য মাওলানা মো. আখতারুজ্জামান, ফেসবুক গ্রুপের সদস্য সামিউল আলীম, মো. সুমন হোসাইন, শিশির হাসান টুটুল, কাওয়াকোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রেজা মুন্সী, মো. নাসির, মো. নাফি প্রমূখ।
উল্লেখ্য ঃ ঈদ বাজার উপহার সামগ্রীতে যে জিনিস সামগ্রী ছিল ১/পোলার চাউল, ১ কেজি, ভাতের চাউল ২ কেজি, মসুর ডাউল হাফ কেজি, সোয়াবিন তৈল হাফ কেজি, পাউডার গুরো দুধ ৭৫ গ্রাম, হলুদ, মরিজ, সজ, ৫০ গ্রাম করে, আলু ১ কেজি, পিয়াজ হাফ, লবণ হাফ, সেমাই হাফ কেজি, লাকস সাবান, জিরা, দারচিনি, হহুল পেকেটের গুড়া,সহ শাড়ি ওলুংঈী সহ ৪১ জনের মধ্যে এ সহায়তা প্রদান করা হয়।