সিরাজগঞ্জে আপন বোনকে গলা কেটে হত্যা, সিআইডির রহস্য উদঘাটন

 

মাসুদ রেজা, নিজস্ব প্রতিবেদকঃ

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিপক্ষকে ফাঁসাতে আপন বোনকে হত্যা মামলার অবশেষে রহস্য উদঘাটন করলো সিআইডি।

বুধবার (২০ জুলাই) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে মামলার সকল তথ্য সাংবাদিকদের নিকট প্রেরন করে সিআইডি।

সিরাজগঞ্জ সিআইডির অফিসার ইনচার্জ ওহেদুজ্জামান মামলার বিবরন দিয়ে জানান, সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বৃ-আঙ্গারু গ্রামের আতাহার সরদারের ছেলে সবুজ বাদী হয়ে ২০২০ সালের ২৫ ডিসেম্বর লিখিত এজাহার দায়ের করেন যে, ঘটনার দিন রাতে কোন এক সময় এজাহারনামীয় আসামীসহ অজ্ঞাতনামা ৫/৬ জন আসামী বাদী সবুজের বুদ্ধি প্রতিবন্ধী ফুফু নারজু খাতুন (২৮)কে পূর্ব পরিকল্পিতভাবে বাড়ী হতে ডেকে নিয়ে ধারালো অস্ত্র দ্বারা গলা কেটে হত্যা করে। মামলাটি শাহজাদপুর থানা পুলিশ কর্তৃক তদন্তাধীন থাকাবস্থায় সিআইডি উর্ধ্বতন কর্তৃপক্ষ স্ব-উদ্যোগে অধিগ্রহণ করে তদন্ত কার্যক্রম শুরু করে। তদন্তে প্রকাশ পায় যে, মামলার বাদীপক্ষ এবং আসামীরা একই এলাকায় বসবাস করে।

ধোলাই নদীর জলকরসহ বিভিন্ন বিষয়াদি নিয়ে অনেকদিন যাবৎ উভয় পক্ষের মধ্যে বিরোধ চলছিল। তারই ধারবাহিকতায় গত ২৪ নভেম্বর ২০১৯ সালে সকাল অনুমান ০৮.০০ ঘটিকার সময় উভয় পক্ষ এক শালিস বৈঠকের আয়োজন করে। উক্ত শালিস বৈঠকে উভয়ের পক্ষের সংঘর্ষে অত্র মামলার বাদী ও তার পিতাসহ তাদের পক্ষের লোকজন জনৈক আঃ আওয়ালকে মারপিট করে হত্যা করলে শাহজাদপুর থানার মামলা নং-৪০(১১)১৯ রুজুর পর মামলাটি তদন্ত শেষে বিজ্ঞ আদালতে মামলার বাদী ও তার পিতাসহ তাদের পক্ষের লোকজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলাটি বর্তমানে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আদালত, সিরাজগঞ্জে বিচারাধীন।

উল্লেখ্য যে, উল্লেখিত মামলাটি ছাড়াও বাদীপক্ষের বিরুদ্ধে একাধিক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন।

নারজু খাতুন হত্যা মামলাটি তদন্তকালে সিআইডি, সিরাজগঞ্জ জেলার বিশেষ পুলিশ সুপার মোঃ কামাল হোসেন বলেন, এই মামলাটি আমি প্রত্যক্ষ তদারকী ও দিক নির্দেশনায় মমামলা তদন্ত কালে অন্যতম সন্দেহভাজন আসামী মোঃ সরোয়ার মোল্লা সঞ্জু মোল্লাকে দীর্ঘদিন গ্রেফতারের চেষ্টার পর গ্রেফতার করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করলে উক্ত আসামী বিজ্ঞ আদালতে ফৌঃ কাঃ বিঃ ১৬৪ ধারা মোতাবেক মামলার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করে হত্যাকান্ডের বিস্তারিত ঘটনা প্রকাশ করে। তার স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে প্রকাশ পায় যে, বাদী পক্ষের প্রতিপক্ষ আওয়াল হত্যা মামলার ঘটনার পর উল্লেখিত মামলার প্রতিপক্ষগণ বাদী পক্ষের ঘর-বাড়ী ভাংচুর, গরু, ছাগল ও মালামাল লুটপাট করে এবং ভয়ে তারা দীর্ঘদিন যাবৎ বাড়ীঘর ছাড়া হয় এবং অনেকেই জেল হাজতে ছিল। এই পরিস্থিতি থেকে উত্তরণসহ প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এবং এলাকায় আধিপত্য বিস্তারের নিমিত্তে নিজেদের কাউকে হত্যা করে প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা করার পরিকল্পনা করে। এরই ধারাবাহিকতায় পূর্ব পরিকল্পনা মোতাবেক ঘটনার দিন গত ২৪/১২/২০২০ রাত্রী অনুমান ১১.০০ ঘটিকা হতে ১১.৩০ ঘটিকার মধ্যে এই মামলার বাদী পক্ষের লোকজন ঘটনাস্থলে উপস্থিত হয়। ঐ সময় মৃত বুদ্ধি প্রতিবন্ধি নারজুর আপন বড় ভাই আতাহারের নির্দেশে আসামী (“ক” ছদ্মনাম) বুদ্ধি প্রতিবন্ধি নারজু খাতুনকে তার বাড়ীর পাশের ফাঁকা জায়গায় ডেকে নিয়ে হত্যা করে।

স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে বর্ণিত সকল আসামীদের সহযোগী আসামী (“খ” ছদ্মনাম) গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। ঘটনার দীর্ঘ দেড় বছর পর মামলাটি নিবিড় তদন্তে রহস্য উদঘাটিত হয়। ঘটনার সাথে জড়িত পলাতক আসামীদেরকে গ্রেফতারের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

***
আরো পড়ুন
Close Ad

Sirajganj News24 is a major online daily newspaper in Sirajganj, Bangladesh, published from Sirajganj in the Bengali language. Based on News, Sirajganj News24 is the largest newspaper in Sirajganj. The online portal of Sirajganj News24 is the most visited Sirajganj. Sirajganj News24 was founded on 16 January 2017. Tahmina Hossain Koly is the chief editor of the newspaper.