সিরাজগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নানা কর্মসূচীর মাধ্যমে পালন।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের জেলার সকল আসনের এমপি ও জেলাপ্রশাসন, সরকারি -বেসরকারি অফিস, বিভিন্ন স্কুল-কলেজ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,এনজি ও, প্রেসক্লাব, আইনজীবি সমিতি উদীচী শিল্পগোষ্ঠী,নাট্য সংগঠন,রোভারস স্কাউট, বিভিন্ন রাজনৈতিক সংগঠন অন্যান্য প্রতিষ্ঠান নানা কর্মসূচির মাধ্যমে যথাযথ মর্যাদায় মহান ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করেছে।
রাত ১২টা ১মিনিটে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশনের মুক্তির সোপানে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, ভোরে প্রভাতফেরী, বিভিন্ন প্রতিষ্ঠানে আলোচনাসভা, জাতীয় সংগীত, দোয়া, গীতা পাঠ, স্কুল-কলেজের নিজ প্রতিষ্ঠানের শহীদ মিনারে পুস্পস্তবক , ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, চিত্রাংকন প্রতিযোগিতা,কবিতা আবৃত্তি ও পুরস্কার বিতরণ করা হয়েছে। রাত ১২টা ১মিনিটে মুক্তির সোপানে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন করেন, সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সদর-কামারখন্দ আসনের এমপি, অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না, জেলাপ্রশাসক কামরুন নাহার সিদ্দীকা সহ জেলা প্রশাসক কার্যালয়ের সকল উর্ধতন কর্মকর্তারা উপস্হিত ছিলেন।
ভোরে সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সিরাজগঞ্জ সরকারি কলেজে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন,সকালে প্রভাত ফেরী, বইমেলা, সন্ধ্যায় শেখ কামাল অডিটোরিয়ামে আলোচনা সভার সভাপতিত্ব করেন, প্রফেসর মোহাঃ মোজাহারুল ইসলাম, প্রধান অতিথি ছিলেন, কলেজ অধ্যক্ষ টি এম সোহেল । বক্তব্য রাখেন, কলেজর শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ সুলতান মাহমুূদ, বক্তব্য রাখেন,ইতিহাস বিভাগের প্রভাষক মোঃ সোলয়ামান, উদ্ভিদ বিজ্ঞানের প্রভাষক মোমেনা ইসলাম উম্মে তাসলিমা প্রমুখ। সরকারি রাশিদাজ্জোহা মহিলা কলেজে সকালে জাতীয় পতাকা উত্তোলন, প্রভাত ফেরী, দোয়া,গীতা পাঠ,পুরস্কার বিতরন করা হয় ও আলোচনা সভার সভাপতিত্ব করেন, কলেজের অর্থনীতি বিভাগের ড.মোঃ নাসির উদ্দীন গণি, প্রধান অতিথি ছিলেন, কলেজের সাবেক অধ্যক্ষ জেসমিন আখতার, প্রধান বক্তা ছিলেন প্রফেসর মোঃ মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, শিক্ষক পরিষদের সম্পাদক রাষ্টবিজ্ঞানের সহযোগি অধ্যাপক এইচ, এম,ইদ্রিস প্রমুখ। সঞ্চালক ছিলেন,ব্যবস্হাপনা বিভাগের প্রভাষক মনিরা আক্তার । ভিক্টোরিয়া হাইস্কুল সকালে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, কবিতা আবৃত্তি,চিত্রাংকণ প্রতিযোগিতা, পুরস্কারর ও আলোচনা সভার সভাপতিত্ব করেন, প্রধান শিক্ষক সাজেদুল ইসলাম, বক্তব্য রাখেন, ম্যানেজিংকমিটির সদস্য নুরুল হক, আতাউর রহমান, আশিক মাহমুদ জাহিদ হাসান শান্ত প্রমুখ।
সবুজ কানন স্কুল এন্ড কলেজের আয়োজনে, জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুস্পস্তবক অর্পন, জাতীয় সংগীত, আবৃত্তি, পুরস্কার বিতরন করা হয়েছে। আলোচনা সভার সভাপতিত্ব করেন, অধ্যক্ষ শাহনাজ মাহফুজা পারভীন।
আলোচনা সভার প্রধানঅতিথি ছিলেন, মুক্তিযোদ্ধা গাজী সোরহাব হোসেন, বিশেষ অতিথি ছিলেন, গাজী রইস উদ্দীন গাজী অবসর প্রাপ্ত প্রকৌশলী আব্দুল মান্নান। এসময় উপস্হিত ছিলেন, শিক্ষকক শিরিন খাতুন, আরজিনা খাতুন, ফাতেমা খাতুন,রওশনআরা,নূরে আলমহীরা, ওয়াসিম সেখ, আসাদুল ইসলাম, আতিকুজ্জামান, নুরনবী সেখ, খন্দকার মনোয়ারুল হোসেন, মাহবুবআলম, সঞ্চিব কুমার কর্মকার প্রুমখ।