সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালন।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

“নিয়ম মেনে অবকাঠামো গড়ি”, জীবন সম্পদের ঝুকি হ্রাসকরি”-এ শ্লোগান নিয়ে সারাদেশের ন্যায় সিরাজগঞ্জ জেলাপ্রশাসনের আয়োজনে, র‍্যালি আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকান্ড  মহড়া ও স্কুল শিক্ষার্থীদের  নিয়ে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন  করা হয়। 

রোববার (১৩অক্টোবর-২০১৯) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে র‍্যালি প্রদর্শন ও মহড়া হয়ে সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ফারুক আহাম্মদ।
এ সময় অনুষ্ঠানে উপস্হিত ছিলেন, অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) ফিরোজ মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার  আবু ইউসুফ, সিভিল সার্জন ডাঃ জাহিদুল ইসলাম,কৃষিসম্প্রসারণ অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক হাবিবুল হক,   জেলা ত্রাণ পূর্নবাসন কর্মকর্তা আব্দুর রহিম, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা কানিজ ফাতেমা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাডঃ বিমল কুমার দাস, রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমরুল হোসেন তালুকদার, শার্প পরিচালক শওকত আলী, বিশিষ্ট সাংবাদিক হেলাল আহমেদ প্রমুখ। এছাড়াও  সরকারি বিভিন্ন অফিসের কর্মকর্তা সহ স্কাউট ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা উপস্হিত ছিলেন। সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক সাজেদুল ইসলাম বলেন, আমার স্কুলের ৩ জন শিক্ষার্থী আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবসের উপর রচনা প্রতিযোগিতায়  প্রথম,দ্বিতীয় ও তৃতীয়  স্হান অর্জন করায়   গর্বিত বলে জানান।