সিরাজগঞ্জে আদিবাসী দুস্থ ও অসহায় শীতার্ত নারীদের মাঝে কম্বল ও চাদর বিতরন।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জে আদিবাসী দুস্থ, অসহায় ও গরীব শীতার্ত নারীদের মধ্যে উন্নত মানের কম্বল ও চাদর বিতরন করা হয়েছে।
জার্মানি ভিত্তিক দাতা সংস্থা মুসলিম হেলফেন এর অর্থায়নে -জাতীয় পর্যায়ের এনজিও সোশ্যাল এইড এর উদ্যোগে এবং সিরাজগঞ্জের গ্রামীণ ফেন্ডস ফাউন্ডেশনের আয়োজনে-সিরাজগঞ্জের আদীবাসী সম্প্রদায়ের ওইসব দুস্থ, অসহায় ও গরীব ৩৫০ জন নারীদের মাঝে ৩৫০পিচ কম্বল ও ৩৫০ পিচ চাদর –
শনিবার ২৭ নভেম্বর – সকালে সিরাজগঞ্জ পৌরশহরের আমলাপাড়া ঈদগাহ মাঠ প্রাঙ্গণ হতে বিতরন কালে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এস,এম নাছিম রেজা নূর দিপু, পৌর মহিলা আওয়ামীলীগের নেত্রী আয়েশা নাসরিন এমেলী, দাতা সংস্থার প্রতিনিধি ইসহাক এম সোহেল, সোশ্যাল এইডের উপদেষ্টা মোঃ আলী সোহেল, সোশ্যাল এইডের নির্বাহী পরিচালক -বাবুল আক্তার, পিডাব্লিউডি এনজিওর নির্বাহী পরিচালক হুসনে আরা জলি, গ্রামীণ ফেন্ডস এর পরিচালক এস,এম আব্দুস ছালাম মামুন প্রমুখ।
ওইসব শীতার্ত দুস্থ,অসহায় আদিবাসী নারীরা বিতরনকৃত শীতবস্ত্র পেয়ে খুশিমনে বাড়ী ফিরছেন।