সিরাজগঞ্জে অরুণিমা সংগীতালয়ের আয়োজনে ৮ দিন ব্যাপী বর্ণাঢ্য বৈশাখী উৎসব শুরু হয়েছে
নিজস্ব প্রতিবেদক ঃ
সিরাজগঞ্জে অরুণিমা সংগীতালয়ের আয়োজনে ৮দিন ব্যাপি বৈশাখী উৎসব শুরু হয়েছে, অরুণিমার প্রধান পরিচালক জনাব সূর্য বারী বলেন ,৮দিন ব্যাপি এই বৈশাখী আয়োজনে রয়েছে গুনীজন সংবর্ধনা, আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রথম দিনে প্রধান অতিথি জেলা প্রশাসক জনাব. কামরুন নাহার সিদ্দিকী মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে এই বৈশাখী উৎসবের উদ্বোধন ঘোষণা করেন ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন জনাব. আবু সেলিম রেজা,এ জি এম জনতা ব্যাংক, জনাব.সবুজ আহাম্মেদ বিশিষ্ট ব্যবসায়ী,জনাব.টি এম মোয়াজ্জেম হোসেন,যুদ্ধাহত মুক্তি যোদ্ধা, কবি ও গীতিকার।
প্রতিদিন আলোচনার পর থাকছে গুনিজন সংবর্ধনা , প্রথম দিনে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ও তরুণ সম্প্রদায়ের প্রধান পরিচালক জনাব আসাদ উদ্দিন পবলু কে গুনীজন সংবর্ধনা দেওয়া হয়, এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে সিরাজগঞ্জের বিভিন্ন গীতিকারের গান পরিবেশন করা হয়।
অরুণিমার প্রধান পরিচালক জনাব সূর্য বারী বলেন, আমাদের সাংস্কৃতিক
অনুষ্ঠানে থাকছে আধুনিক গান,মৌলিক গান,ব্যান্ড সংগীত ও ফোক গান,বিভিন্ন ধরনের গান দিয়ে আমরা আামাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠান সাজিয়েছি, এছাড়া প্রতিদিন একজন করে গুনিজন সংবর্ধনা থাকছে।
সিরাজগঞ্জের বাজার স্টেশন সংলগ্ন স্বাধীনতা স্কয়ারে ৮দিন ব্যাপি চলবে এই বৈশাখী উৎসব ,সকল কে ৮দিন ব্যাপি এই বৈশাখী আয়োজনে আমন্ত্রণ জানান অরুণিমার প্রধান পরিচালক জনাব সূর্য বারী।
।
নিজস্ব প্রতিবেদক ঃ