সিরাজগঞ্জে অপহরণের ১০ দিন পর উদ্ধার স্কুলছাত্রী
আবির হোসাইন শাহীন, নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জে অপহরণের ১০ দিন পর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় এক নারীসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১১ মে) বিকেলে র্যাব-১২ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে বিষয়টি নিশ্চিত করেন অধিনায়ক আব্দুল্লাহ আল মোমেন। তিনি জানান, গত পহেলা মে সিরাজগঞ্জের বেলকুচি থেকে এক স্কুলছাত্রীকে অপহরণ করে তৌহিত ইমাম সনেট ও তার মা শিরিনা আক্তার। এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মামলা করেন। পরে শিরিনা আক্তারকে গ্রেফতার করে র্যাব। তার দেয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার অপহৃত মেয়েটিকে উদ্ধার করা হয়। সেখান থেকে গ্রেফতার করা হয় প্রধান অভিযুক্ত তৌহিদ ইমাম সনেটকে।