সিরাজগঞ্জে “অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না” উন্মুক্ত ফিদে র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা-২০১৯
নিজস্ব প্রতিবেদক ঃ
সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এই প্রথম সিরাজগঞ্জে শুরু হচ্ছে “অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না” উন্মুক্ত ফিদে র্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা -২০১৯ আয়োজকরা জানান দেশের যে কোনো জেলার দাবা খেলোয়াড়রা এই প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবে এবং এন্ট্রি ফি ৩০০টাকা।এই প্রতিযোগিতায় সর্বমোট ৪০হাজার টাকার পুরুষ্কার থাকছে। মুক্তিযোদ্ধা সংসদ গলিতে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উৎসব কমিউনিটি সেন্টারে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বাংলাদেশ দাবা ফেডারেশনের পক্ষ হতে টুর্ণামেন্টটি পরিচালনা করবেন আন্তর্জাতিক অরবিটর জনাব হারুনর রশীদ।
আগ্রহী খেলোয়াড়রা এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন, মোঃ আব্দুল্লাহ আল মামুন সাগর- ০১৭৫৩৯২৬৩৯৩
মোঃ শাহনেয়াজ আলম মন্জু- ০১৭৭৩৫১৬৩৬৭