সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ১০দিনব্যাপি বিসিক উদ্যোক্তা মেলা উদ্বোধন 

 

আজিজুর রহমান মুন্না সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জে বিসিক উদ্যোক্তা মেলা শুভ উদ্বোধন  করা হয়েছে।

রবিবার(২৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টার দিকে সিরাজগঞ্জ শহরের  বাজার স্টেশন মুক্তির সোপান চত্বরে সিরাজগঞ্জ বিসিক জেলা কার্যালয় এর আয়োজনে ও জেলা প্রশাসনের সহযোগিতায় বিসিক উদ্যোক্তা মেলা শুভ উদ্বোধন  করা হয়।
এতে সভাপতিত্ব করেন,জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিসিক (গ্রেড-১) চেয়ারম্যান মুহ: মাহবুবর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ পুলিশ সুপার মো: আরিফুর রহমান মন্ডল, সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল লতিফ বিশ্বাস, সিরাজগঞ্জ পৌর সভার মেয়র, সৈয়দ আব্দুর রউফ মুক্তা, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আলহাজ্ব  কে.এম. হোসেন আলী হাসান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ  আব্দুস সামাদ তালুকদার, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ  আবু ইউসুফ সূর্য, সিরাজগঞ্জ নাসিব এর সভাপতি এমদাদুল হক প্রমুখ।

অনুষ্ঠানের উপস্থাপনায় জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা কবি নূরুন নবী জুয়েল।
মেলায় প্রায় ৫০ টি স্টল রয়েছে।
এসময়ে অনুষ্ঠানে জেলা প্রশাসক কার্যালয়ে বিভিন্ন কর্মকর্তা ও বিসিক সিরাজগঞ্জের কর্মকর্তা গণ সহ মেলার স্টলের স্বত্বাধিকারীরা, পরিচালনাকারি আগত ক্রেতা দর্শনার্থী সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। বিকেল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশে করা হয়েছে।