সিরাজগঞ্জের ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ আহত কমপক্ষে ১০জন।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের সয়দাবাদের মুলিবাড়ি এলাকায় বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন। বুধবার (২০ মার্চ-২০১৯) বিকেল ৪ টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ওসি সৈয়দ শহীদ আলম জানান। তিনি বলেন, হানিফ পরিবহনের বিপরীতমুখী দু’টি বাস একই লেইনে ঢুকে পড়লে মুখোমুখি সংঘর্ষ হয়। ৩ জনই ঘটনাস্থলেই মারা গেছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।” ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালায় বলে জানান এ পুলিশ কর্মকর্তা।