সিরাজগঞ্জের হোসেনপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার !
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জে স্বামীর বাড়ি থেকে আকলিমা খাতুন (২৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (০২ অক্টোবর) দুপুরে পৌর এলাকার হোসেনপুর মহল্লা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আকলিমা খাতুন ওই মহল্লার শুকুর আলীর স্ত্রী। এ ঘটনার পর থেকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন পলাতক রয়েছেন।
সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আকলিমা খাতুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। আকলিমা খাতুনের শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলে জানান তিনি।