সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের সয়দাবাদে ৪০দিনের কর্মসৃজন কাজ দ্রুুত এগিয়ে চলছে।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ সদর উপজেলার ১০ নং সয়দাবাদ ইউনিয়নের
৪০ দিনের আত্নকর্মসংস্হান (কর্মসৃজন) এর অর্ন্তরভূক্ত প্রকল্পের মাটি ভরাটের কাজ দ্রুুততম ভাবে চলছে।

হতদ্ররিদ্র দুঃস্হ অসহায় নারী-পুরুষ মাটিশ্রমিকদের সম্বনয়ে আর্থিক স্বচ্ছলতায় আনায়নের লক্ষ্যে দিন মুজুর হিসাবে সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ী ওয়াপদা সড়কের মুলিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাচাসড়কের সংস্কার, ইকোপার্কের সামনের রাস্তার মাটিভরাটে কাজ মুলিবাড়ী সড়কের পূর্বে দুখিয়া বাড়ীর আমিরুলের বাড়ী হতে মাহামের বাড়ী পযর্ন্ত, কাচা সড়কটি মাটিভরাটের মাধ্যমে সংস্কারের কাজ দ্রুুত গতিতে এগিয়ে চলতে দেখা গিয়াছে।

১৮ নভেম্বর’১৮ রোববার সকালে সরজমিনে গেলে, স্হানীয় জনসাধারনের সাথে আলাপকরলে তারা জানান, যমুনানদীর তীর অঞ্চল হওয়ায় সয়দাবাদ প্রতিবছর বর্ষামৌসুমে এই অঞ্চলের চলাচলের একমাত্র কাচা সড়কটি যাতায়াতের জন্য ক্ষতিগ্রস্হ হয়ে পড়ে এবং যাতায়াতের সময় চরম দূর্ভোগ পৌহাতে হয় ।

এজন্য কাচা সড়কটি পুনঃসংস্কার হওয়ায় উচু করনের জন্য আর যাতায়াতের জন্য দুর্ভোগ পৌহাতে হবেনা।
সয়দাবাদ ইউ’পি চেয়ারম্যান সাথে কথা বললে তিনি জানান, জনসাধারনের চলাচলের সুবিধার্থে প্রকল্পের নির্দেশনা অনুযায়ী
শ্রমিক নিয়োগ করে সার্বিক সময়ে কাজ সম্পন্ন
করা হবে। ইতিমধ্যে,প্রকল্পের সদর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের দুর্যোগ ব্যবস্হাপনা শাখার উপ-সহকারী প্রকৌশলী (ডিডিএম) মোঃ সাদবিন জাহাঙ্গীর, সদর উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ সাইদুল হক,অফিস সহকারি রাকিব ইতিমধ্যে কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন বলে জানা যায়।