সিরাজগঞ্জের সেই অনুমোদন বিহীন সিএনজি স্টেশনকে জরিমানা করলেন এসিল্যান্ড
শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদরের বাগবাটি ইউনিয়নের ঘোড়াচড়ায় অবৈধ অনুমোদনবিহীন সিএনজি রি-ফুয়েলিং স্টেশনের সন্ধান পান ভ্রাম্যমাণ আদালত। উক্ত সিএনজি রি-ফুয়েলিং স্টেশনে বড় কার্গো ব্যবহার করে অবৈধ প্রক্রিয়ায় কার্গো থেকে গ্যাস পাইপ দিয়ে প্রেসার মেশিনের সাহায্যে যানবাহনে সিএনজি রি-ফুয়েলিং করা হচ্ছিল,যা থেকে যে কোন সময়ে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। অবৈধ অনুমোদনবিহীন সিএনজি রি-ফুয়েলিং স্টেশন করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকালে সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান এর নেতৃত্বে পরিচালিত অভিযানে এ দন্ডাদেশ দেয়া হয়। আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সিএনজি রি-ফুয়েলিং স্টেশনে বড় কার্গোতে সারি সারি স্তরে স্তরে সাজানো গ্যাস ভর্তি সিলিন্ডার এনে অবৈধ প্রক্রিয়ায় কার্গো থেকে গ্যাস পাইপ দিয়ে প্রেসার মেশিনের সাহায্যে সিএনজি অটোরিকশা, প্রাইভেট কার,মাইক্রোবাসে সিএনজি রি-ফুয়েলিং করা হচ্ছে দেখতে পান আদালত। অবৈধ অনুমোদনবিহীন সিএনজি রি-ফুয়েলিং স্টেশন স্থাপন করার অপরাধে সততা ফিলিং স্টেশন এর ম্যানেজার শরিফ আহমেদকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। উক্ত অভিযানে সহযোগিতা করেন পৌর সহকারী ভূমি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।