সিরাজগঞ্জের সলঙ্গায় ১শ ৭০ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক ব্যবসায়ী আটক।
সিরাজগঞ্জ ঃ আজিজুর রহমান মুন্না
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় ১শ ৭০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে হাইওয়ে পুলিশ।
বুধবার ভোররাতে ঢাকা-রাজশাহী মহাসড়কে সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, রাজশাহী জেলার মোহনপুর থানার কৃষ্ণপুর এলাকার ˆসৈয়দ মন্ডলের ছেলে জাহিদুল ইসলাম (২৮) ও গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ী গ্রামের আব্দুল খালেকের ছেলে জুয়েল রানা (২২)।
হাটিকুমরুল হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, গোপন সংবাদের ভিত্তিতে হাটিকুমরুল গোলচত্বরে চেকপোষ্ট বসিয়ে চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী যাত্রীবাহী একতা পরিবহণে (ঢাকা মেট্টো ব-১৪-৮৫৭৬) তল্লাশী চালিয়ে ওই দুজনকে আটক করা হয়। এ সময় জাহিদুলের কাছ থেকে ৭০ ও জুয়েল রানার কাছ থেকে ১শ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।