সিরাজগঞ্জের সয়দাবাদে ট্রেনের ধাক্কায় যুবক নিহত
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের সয়দাবাদে ট্রেনের ধাক্কায় ইসমাইল হোসেন (২০) নামের এক যুবক নিহত হয়েছে। সে এনায়েতপুর থানার শফিউদ্দিনের ছেলে।
এ ঘটনায় আরও এক এক যুবক আহত হয়েছে। আহত ওই যুবককে বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (১৪ আগস্ট) বেলা ১১টা ১৫ মিনিটের সময় ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন মজুমদার জানান, সয়দাবাদ এলাকায় রেললাইন পার হওয়ার সময় রাজশাহী থেকে সিল্কসিটি ট্রেনটি দু’জনকে ধাক্কা দেয়। এতে ইসমাইল ঘটনাস্থলেই মারা যায়। অন্য যুবক গুরুত্বর আহত হয়।