সিরাজগঞ্জের সবচেয়ে বড় মসজিদ হচ্ছে উল্লাপাড়ায়
আবির হোসাইন শাহীন, নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জ জেলার সবচেয়ে বড় মসজিদ হচ্ছে উল্লাপাড়া উপজেলার উধুনিয়া বাজারে। নামকরণ করা হয়েছে উধুনিয়া বাইতুল আমান জামে মসজিদ। তিন তলা ফাউন্ডেশনের মসজিদটি প্রতি তলায় প্রায় ১২ হাজার ৮০০ স্কয়ার ফিট বিশিষ্ট এবং প্রতি তলায় একসাথে প্রায় ২৭০০ জন মুসুল্লি নামাজ আদায় করতে পারবে। প্রতি লাইনে ৭৫ জন দাড়াতে পারবে। অনেক চড়াই-উৎড়ায় পাড় করে উধুনিয়া বাজারে যেতে হয়ে। এহেন যোগাযোগ ব্যবস্থার বেহাল দশার মাঝেও উল্লাপাড়ার প্রত্যন্ত অঞ্চলে এমন একটি মসজিদ নির্মাণ করা সত্যিই প্রশংসার দাবী রাখে। উধুনিয়াসহ আশে পাশের গ্রামের লোকজন এ মসজিদের নামাজ আদায় করে। মসজিদটি দেখার জন্য দূর-দুরান্ত থেকে অনেক মানুষ আসছে। আদায় করেছে শুক্রবারের জু’মার নামাজ। মসজিদটির খতিবের দায়িত্ব পালন করছেন উল্লাপাড়া কামিল মাদ্রাসা আরবী প্রভাষক আব্দুল আজিজ। সিরাজগঞ্জের অন্যতম দর্শনীয় স্থাপনা হবে ‘উধুনিয়া বাইতুল আমান জামে মসজিদ’ এমটিই দাবী এলাকাবাসীর। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজী তোফাজ্জল হোসেন জানান, ২০১৩ সালে থেকে মসজিদের নির্মাণ কাজ শুরু হয়েছে। এখন নিচ তলার কাজ চলছে। এ যাবৎ খরচ হয়েছে ১ কোটি ২০ লাখ টাকা যার প্রায় সিংহভাগ অর্থের যোগান দিয়েছে এলাকাবাসী। মসজিদ টি নির্মাণ করতে প্রায় ৫ কোটি টাকা উপরে লাগবে। তিনি আরো জানান, সরকারি ও উচ্চ মহলের সহযোগিতা পেলে দ্রুত মসজিদ নির্মাণের কাজ সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ!