সিরাজগঞ্জের সকল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অবস্হান কর্মসূচী ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
“একদেশে দুইনীতি মানিনা মানবো না” – এই শ্লোগান নিয়ে সিরাজগঞ্জ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের আয়োজনে, রাষ্টীয় কোষাগার হতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন -ভাতা প্রদান সহ পেনশন প্রথা চালুর দাবী এবং জনপ্রতিনিধিদের সন্মানী ভাতা প্রদানের দাবীতে অবস্হান কর্মসূচী পালন করেছে। মঙ্গলবার(২জুলাই) সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কস্হ চৌরাস্তায় কেন্দ্রীয় কর্মসূচী’র অংশ হিসাবে এক অবস্হান কর্মসূচী সকাল হতে দুপুর পর্যন্ত পালন করেছে সিরাজগঞ্জের ৭টি পৌরসভার সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ । এতে সভাপতিত্ব করেন, কেন্দ্রীয় নেতা ও বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন সিরাজগঞ্জ জেলা শাখা’র সভাপতি মাহবুব আলম।
অবস্হান কর্মসূচীতে বক্তব্য রাখেন, বাংলাদেশ পৌরসভা সার্ভিস সিরাজগঞ্জ জেলা শাখা’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রঞ্জু, সিরাজগঞ্জ পৌরসভার কর্মচারী ইউনিয়নের সভাপতি সাকাওয়াত হোসেন মুকুল, সাধারন সম্পাদক আব্দুল লতিফ দুলাল, সাবেক সভাপতি আব্দুল হান্নান খান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ আলামিন সেখ, সিরাজগঞ্জ পৌরসভার সচিব লুৎফর রহমান, বস্তি উন্নয়ন কর্মকর্তা শাহ্ আলম, বেলকুচি পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুর রাজ্জাক, সচিব নূর রহমান, শাহজাদপুর পৌরসভার কর্মচারী ইউনিয়নের সভাপতি আব্দুল মালেক, রায়গঞ্জ পৌরসভার কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন, কাজিপুর পৌরসভার কর্মচারী ইউনিয়নের নেতা ও জেলা শাখা’র সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান প্রমুখ।