সিরাজগঞ্জের শিয়ালকোলে ট্রাকচাপায় তরুণীর মৃত্যু।
শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শিয়ালকোল বাজার এলাকায় ট্রাকচাপায় অজ্ঞাতপরিচয় (২৪) এক তরুণীর মৃত্যু হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে তিনি কোনো এক এনজিও কর্মী। আজ দুপুর সাড়ে ১ টার দিকে সিরাজগঞ্জ-নলকা নির্মাণাধীন চারলেন মহাসড়কের শিয়ালকোল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় দের সূত্রে যানা যায় ওইসময় মহাসড়কের রাস্তা পার হচ্ছিলেন ওই তরুণী। এসময় সিরাজগঞ্জ থেকে নলকাগামী বালুবাহী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা মালবাহী অপর একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই ওই তরুণীর মৃত্যু হয়। এদিকে বালুবাহী প্রথম ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশাকে চাপা দিলে অটোরিকশার চালক আহত হন। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা বালুবাহী ট্রাকটি ভাঙচুর করে। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।