সিরাজগঞ্জের শাহজাদপুরে অনিয়মের ঘটনায় ২টি ভোট কেন্দ্র স্হগিত !
নিজস্ব প্রতিবেদক ঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দুইটি কেন্দ্রে অনিয়মের ঘটনায় ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শ্রীফলতলা বালিকা উচ্চ বিদ্যালয় ও কৈজুরী মুহিবুর রহমান দাখিল মাদ্রাসা কেন্দ্রের ভোট স্থগিত করা হয়। এর আগে সদর উপজেলার মাহমুদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি আগের রাতে অনিয়মের অভিযোগে বন্ধ ঘোষণা করা হয়। জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আবুল হোসেন জানান, কৈজুরী মুহিবুর দাখিল মাদ্রাসা কেন্দ্রে ‘শান্তিপূর্ণভাবে’ ভোটগ্রহণ চলছিল। “কিন্তু দুপুরের দিকে একদল লোক এসে কেন্দ্র দখল করে জালভোট দেয় বলে প্রিজাইডিং অফিসার অভিযোগ করলে ওই কেন্দ্রে ভোট স্থগিত করা হয়।” এছাড়া অনিয়মের অভিযোগে শ্রীফলতলা বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রেও ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে বলে এ নির্বাচন কর্মকর্তা জানান।