সিরাজগঞ্জের শাহজাদপুরে ব্র্যাকের প্রত্যাশা প্রকল্পের প্যারা কাউন্সেলদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত।
শুভ কুমার ঘোষ, নিজস্ব প্রতিনিধিঃ
আজ ১৯ মার্চ সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পিডিপি প্রশিক্ষণ কক্ষে ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগীতায় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা ( আইওএম) এর সাথে পার্টনারশীপের ভিত্তিতে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের আয়োজনে প্রত্যাশা প্রকল্পের ইউনিয়ন পর্যায়ে কর্ম রত প্যারা কাউন্সেলরদের নিয়ে একদিনের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্যারা কাউন্সেলরদেরকে অভিবাসন ও নিরাপদ অভিবাসন, অভিবাসনের ধাপসমুহ, অনিরাপদ অভিবাসনের ঝুঁকি, অভিবাসনের প্রক্রিয়া সম্পর্কে ধারণা, প্রত্যাশা প্রকল্পের সেবা সমুহ, বিদেশ ফেরতদের পুনরেকত্রীকরণ প্রক্রিয়া, মাঠ পর্যায়ে কাযক্রম এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের প্রদানকৃত সেবা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এছাড়াও প্যারা কাউন্সেলরদের কাজ, দায়িত্ব ও কতব্য বিষয়ে ওরিয়েন্টশনে বিস্তারিত আলোচনা, যোগযোগ দক্ষতা বৃদ্ধির কৌশল, বিদেশ ফেরতদের মনোসামাজিক কাউন্সেলিং বিষয়ে ধারনা প্রদান করা হয়। দিন ব্যাপি প্যারা কাউন্সেলর ওরিয়েন্টেশন পরিচালনা করেন কাউন্সেলর ইফ্ফাত আরা রাখী ও শাহজাদপুর উপজেলার মাঠ সংগঠক মোছাঃ লতা খাতুন। দলীয় বিভিন্ন কাজের মাধ্যমে প্যারা কাউন্সেলর ওরিয়েন্টেশনটি পরিচালিত হয়। বিভিন্ন ইউনিয়ন থেকে মোট ১৮ জন প্যারা কাউন্সেলর ওরিয়েন্টেশনে অংশগ্রহন করেন । এছাড়াও শাহজাদপুর ব্র্যাক উপজেলা হিসাব ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম,শাখা হিসাব অফিসার পীযুষ কুমার সাহা এবং কামারখন্দ উপজেলার মাইগ্রেশন প্রোগ্রামের মাঠ সংগঠক মোঃ হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।