সিরাজগঞ্জের রায়ঞ্জের পাঙ্গাশী ইউনিয়ন পরিষদে ওরে না জাতীয় পতাকা।
শাহরিয়ার পারভেজ জিকোঃবিশেষ প্রতিনিধি
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাশী ইউনিয়ন পরিষদে ওরে না জাতীয় পতাকা। কেনো এতো অবহেলা স্বাধীন বাংলাদেশের লাক্ষো মানুষের রক্তের বিনিময়ে অর্জিত লাল সবুজের পতাকা,,,যে পতাকার জন্য এতো লড়াই আর সংগ্রাম করেছেন বাংলার স্বাধীনতাকামি মানুষ,,,,,এমন টাই ঘটছে রায়গঞ্জ পাঙ্গাশী ইউনিয়ন পরিষদে এ বিষয়ে স্থানীয়দের কাছে জানতে চাইলে স্থানীয়রা জানান যে মাঝে মাঝে পতাকা তোলে আবার তোলে না,,,এ বিষয়ে ইউনিয়ন পরিষোদের চেয়ারম্যান আব্দুস ছালাম জানান যে পতিদিন পতাকা তোলা হয় কিন্তু আমি ঢাকায় থাকার কারনে বিষয়টা হয়তো ভুল হয়েছে।আমি এ বিষয়ের ব্যাপারে ইউনিয়নের সচিবের সাথে পরামর্শ করে জরুরী ব্যবস্থা নিচ্ছি।পতাকা উত্তোলনের বিষয়ে রেজাউল করিম (সচিব) তার কাছে জানতে চাইলে সে উত্তেজিত হয়ে বলে আজ চৌকিদার আসে নাই তাই পতাকা উঠানো হয় নাই। এই যদি হয় জাতীয় পতাকার প্রতি দায়িত্বের অবহেলা তাহলে কেনো কিসের জন্য ৩০ লক্ষ শহীদ আর ২ লক্ষ মা বোন সম্ভ্রম হারালো প্রশ্ন রইলো জাতীর বিবেকবান মানুষের কাছে এবং সঠিক দৃষ্টি আকর্ষন করছি প্রশাসনের কাছে।