সিরাজগঞ্জের রামগাতিতে নোংরা অস্বাস্হ্যকর পরিবেশে অবৈধভাবে রিমু লাচ্ছা সেমাই ও মুড়ি তৈরী করার দায়ে জরিমানা করেছে আদালত ।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জের সদর উপজেলার কালিয়া হরিপুর ইউনিয়নের রামগাতিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধভাবে রিমু লাচ্ছা সেমাই ও মুড়ি উৎপাদনের দায়ে কারখানাকে ২৫ হাজার টাকা জরিমানা ও ৩০ কেজি ভক্ষণ অযোগ্য সেমাই জব্দ করে ধবংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার ( ৪ ফেব্রুয়ারি-২০১৯) দুপুরে সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম আনিসুর রহমানে নেতৃত্বে পরিচালিত অভিযানে জরিমানা আদায় করা হয়। এ ব্যাপারে পেশকার মিলন সরকার জানান,ওই কারখানায় নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে লাচ্ছা সেমাই ও মুড়ি তৈরি হয়। এছাড়া কারখানার কর্মচারীদের স্বাস্থ্য সনদ, পরিবেশের ছাড়পত্র,কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের সনদপত্র, ফায়ার সার্ভিসের ছাড়পত্র,ট্রেড মার্কের লাইসেন্স নেই ও ট্রেড লাইসেন্স নবায়ন নেই। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা আদায় এবং লাচ্ছা সেমাই জব্দ করে জনসম্মুখে ধবংস করা হয়েছে। উক্ত অভিযানে সহযোগিতা করেন আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।