সিরাজগঞ্জের রাঙ্গালিয়াগাঁতীতে শিক্ষকের বিরুদ্ধে ৫’ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ !
নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জ সদর উপজেলার ৯৭’ নং রাঙ্গালিয়াগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সোবহানের বিরুদ্ধে ৫’ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে।
অভিযুক্ত শিক্ষক রাঙ্গালিয়াগাঁতী গ্রামের বাসিন্দা মৃত ধুল্লা মিয়ার পুত্র। এ বিষয়ে ওই ছাত্রীর বড় ভাই আবু তালেব গত ৪’সেপ্টেম্বর বিদ্যালয়ের প্রধান শিক্ষককে মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ২৮’আগষ্ট বিদ্যালয়ের প্রথম শিফটের ক্লাস শেষে ওই শিক্ষার্থীকে একা অবস্থান করতে বলে বাকি ছাত্র-ছাত্রীদের বের করে দিয়ে দরজা বন্ধ করে দিয়ে পরে অভিযুক্ত শিক্ষক সোবহান
ওই শিক্ষার্থীর স্পর্শকাতর স্থানে হাত দেয়।
এ-সময় ২’য় শিফটের ঘন্টা বেজে উঠলে
হাতে ১’শ টাকা হাতে ধরিয়ে দিয়ে বিষয়টি কাউকে জানাতে নিষেধ করে। পরবর্তীতে ওই শিক্ষার্থী বিষয়টি বাড়িতে গিয়ে তার মাকে জানায়।
স্থানীয়রা জানান, ছাত্রী নিপীড়নের এ ঘটনায় স্কুল কেচ ম্যাপ এলাকার বাসিন্দাদের মাঝে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নিলে কোন ছেলে-মেয়েকে স্কুলে পাঠাবে না বলেও জানিয়েছে বিক্ষুব্ধ গ্রামবাসিরা।
স্থানীয়রা আরও জানান, ঘটনাটি জানাজানি হওয়ার পরপরই অভিযুক্ত শিক্ষক আব্দুস সোবহানের চাচা এ্যাডভোকেট ফরিদুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার জাহান, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আরিফুল ইসলাম বিষয়টি ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে।
ভুক্তভোগী ছাত্রীর মা অভিযুক্ত ওই শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে জানান, ঘটনার দিন স্কুল থেকে ফিরেই তার মেয়ে কাঁদতে কাঁদতে তাকে ঘটনার বিষয়টি জানান।
অভিযুক্ত শিক্ষক আব্দুস সোবহানের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে রাঙ্গালিয়াগাঁতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরোয়ার জাহান জানান, ভুক্তভোগী শিক্ষার্থীর বড় ভাই আবু তালেব বিদ্যালয়ে এসে মৌখিকভাবে অভিযোগ করেছে। তাৎক্ষণিকভাবে বিষয়টি ম্যানেজিং কমিটির সভাপতিকে জানানো হয়েছে। ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই সহকারী শিক্ষক আব্দুস সোবহান ছুটির আবেদন দিয়ে মুঠোফোন বন্ধ রেখেছে।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আরিফুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে বিদ্যালয় পরিচালনা কমিটির সকলকে নিয়ে বৈঠক করেছি। অভিযুক্ত ওই শিক্ষক আত্মগোপনে থাকায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
সিরাজগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, এ বিষয়ে এখনোও কোন অভিযোগ পাইনি তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিরাজগঞ্জ সদর উপজেলা শিক্ষা কর্মকর্তা নাইয়ার সুলতানা জানান, বিষয়টি তিনি জানেন না। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন জানান, ঘটনার সত্যতা মিললে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এসএম আব্দুর রহমান জানান, তদন্তে সত্যতা মিললে অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে অবশ্যই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।