সিরাজগঞ্জের যমুনার নদীর তীরে ক্রসবারে ৩দিন ব্যাপি ইজতেমা আগামী ২৮ মার্চ শুরু হবে।
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ
প্রতিবছরের ন্যায় এবার ও সিরাজগঞ্জ শহরের কাটা ওয়াপদা এলাকায় ক্রসবার যমুনা নদীর তীরে ধর্মপ্রান মুসলমানদের ইবাদত, বন্দেগী, দোয়া ও আখেরী মোনাজাতের জন্য সিরাজগঞ্জ জেলা বিশ্ব ইজতেমা শুরু হবে আগামী ২৮,২৯,৩০ মার্চ-২০১৯।
এজন্য ইজতেমার বিশাল পান্ডেল, সামিআনা টানানো, লাইটের ব্যবস্হা, খাবার ও ওজুর পানির জন্য টিওবয়েল বসানো হচ্ছে, টয়লেট নির্মাণ সহ ময়দানে প্রয়োজনীয় সকল কাজ চলছে।