সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের যমুনাতীরে অর্থনৈতিক অঞ্চলে কাজ শুরুর জন্য সেনাবাহিনীর পরিদর্শন।

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জ যমুনানদীর তীরে অর্থনৈতিক অঞ্চল -২ ও যমুনানদীর তীর সংরক্ষণ বাঁধের ৩নংও ৪নংক্রসবার এলাকায় মাটিভরাট, ব্লকতরীওব্লক সেটিংয়ের কাজ খুব শীঘ্রই শুরু হবে বলো জানা যায়।

মঙ্গলবার (২৭ নভেম্বর’১৮) সকালে বাংলাদেশ সেনাবাহিনীর একটি টিম উক্ত স্হান পরিদর্শন করেছেন। এসময় সেনাবাহিনীর বিগ্রেডিয়ার যোবায়ের, পানিউন্নয়ন বোর্ড (পাউবো’র) সিরাজগঞ্জ সদরের উপ-সহকারী প্রকৌশলী রনজিৎ কুমার সরকার, ঠিকাদারীপ্রতিষ্ঠান ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেডের উর্ধ্বতন কর্মকর্তা ও প্রকৌশলীগণ, স্হানীয় ভুমি মালিকদের মধ্যে মতবিনিময় হয়েছে। এ সময় নেতৃত্বদান করেন, বিশিষ্ট সমাজসেবক, জনদরদী নেতা মোঃ নজরুল ইসলাম হাসেম, সাবেক পৌর কাউন্সিলর, সমাজ সেবক আলহাজ্ব আব্দুস সাত্তার, ১১নং ওয়ার্ড পৌর কাউন্সিলর ও সিরাজুল ইসলাম, কালিয়াহরিপুর ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুস সবুর সেখ, নুরুলহক প্রমুখ সহ প্রায় দু’শতাধিক ভূমির মালিকগণ উপস্হিত ছিলেন। ৩নংক্রসবার পয়েন্টে সেনাবাহিনীর বিগ্রেডিয়ার যুবায়ের উপস্হিত স্হানীয় ভুমি মালিকগণ ও অত্রাঞ্চলের জনসাধারনের অবগতির জন্য জানান যে, অর্থনৈতিক অঞ্চল -২ ও যমুনানদী শাসন প্রকল্পের কাজ দ্রুুততম ভাবে খুবশীঘ্রই শুরু হতে যাচ্ছে । এজন্য সকলের সহযোগিতা কামনা করেন। যদিও কাজটি বাংলাদেশ সেনাবাহিনী শুধু তত্ত্বাবধান করবে। জানযায় যে,এ কাজের জন্য সদর উপজেলার ৬টি মৌজার ভূমি অধিগ্রহনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদি জমা দিয়ে জেলা প্রশাসক বরাবর আবেদন করতে পরামর্শ প্রদান করেন। ৬টি মৌজার মধ্যে রয়েছে -রায়পুর, বনবাড়ীয়া, বেলুটিয়া, মোরগ্রাম চরসারটিয়া, রামগাতির বড়পিয়ারী ছোট পিয়ারীর ভূমির মালিকগন বলেন, উন্নয়নের কাজে আমাদের কোন বাধা নেই, তবে যমুনানদীরতীরের আমাদের বাপদাদার এ কৃষি আবাদী, বসতিভূমির ন্যায্য মূল্য প্রদান করার জোর দাবি জানাই, এক্ষেত্রে সেনাবাহিনীর বিগ্রেডিয়ার যুবায়ের সার্বিক সহোযোগিতার আশ্বাস প্রদান করেন।