সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের মুলিবাড়ীতে ভূট্টা বোঝাই ট্রাকের কেবিন থেকে ২টি মরদেহ উদ্ধার

আজিজুুর রহমানমুুুন্না,সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জে ভুট্টা বোঝাই ট্রাকের কেবিন থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মরদেহ দু’টি ওই ট্রাকটির চালক ও হেলপারের।
সোমবার (১ অক্টোবর) দুপুর পৌনে ২টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের মুলিবাড়ি চেকপোস্ট এলাকা থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়। এ সময় আলিফ-আদিল পরিবহন নামে ট্রাকটি (রংপুর ট-১১-০৪০৮) জব্দ করা হয়।

নিহতরা হলেন-রংপুর জেলার বাসিন্দা আল-আমিন (৪০) ও লালমানিরহাটের পাটগ্রাম উপজেলার বাসিন্দা সোহেল (৩৫)।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহিদ আলম জানান, ভুট্টা বোঝাই ট্রাকটি রোববার বিকেল থেকে মুলিবাড়ি চেকপোস্ট এলাকায় মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সোমবার দুপুরে স্থানীয়রা ট্রাকের ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে থানায় খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ কেবিনের ভেতর থেকে দু’টি মরদেহ উদ্ধার এবং ট্রাকটি জব্দ করে।
ওসি আরও বলেন, শনিবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে ১১ টন ভুট্টা বোঝাই ট্রাকটি পাটগ্রাম থেকে নরসিংদীর উদ্দেশে রওনা হয়। ট্রাকের মালিক পাটগ্রাম উপজেলার পশ্চিম জগৎদেল এলাকার আব্দুল কাদের জানিয়েছেন উদ্ধার হওয়া মরদেহ ট্রাকের চালক ও হেলপারের। শনাক্তের জন্য স্বজনদের থানায় আসতে যোগাযোগ করা হচ্ছে।

সংবাদ পেয়ে সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার ফোরকান শিকদার ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার এস এম তারেক রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।এ সময় তারা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। প্রায় ২৪ ঘণ্টা আগে অন্য কোথাও শ্বাসরোধে হত্যার পর মরদেহ ট্রাকের কেবিনে করে নিয়ে ঘটনাস্থলে ফেলে রেখে পালিয়েছে হত্যাকারীরা।