সিরাজগঞ্জ

সিরাজগঞ্জের মহাসড়কে কম গতিসম্পন্ন ও তিন চাকার যানবহন আটক করে রাস্তার পাশে ডাম্পিং।

সিরাজগঞ্জ:মাকছুদা খাতুন

বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কসহ সিরাজগঞ্জের ৯৯ কিলোমিটার মহাসড়কে কম গতিসম্পন্ন ও তিন চাকার যানাবহন বিরোধী সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। এসব যানবাহন দেখলেই পুলিশ আটক করে রাস্তার পাশে ডাম্পিং করছে।

মঙ্গলবার (২৮ আগস্ট) বিকেলে হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের পাঁচলিয়া এলাকায় গিয়ে এমন দৃশ্য দেখা যায়।

এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম বলেন, থ্রি-হুইলার ও কম গতিসম্পন্ন যানবাহনের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। বিকেলে পর্যন্ত প্রায় অর্ধশত যানবাহনকে সতর্ক করার পর মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আটক করা হয়েছে ছয়টি তিন চাকার যানবাহন।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী বলেন, মহাসড়কে তিন চাকা বিশিষ্ট, কম গতিসম্পন্ন ও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান অনেক আগে থেকেই চলছিল।

সোমবার হাটিকুমরুল গোলচত্বর থেকে বগুড়া, পাবনা ও নাটোর রুটে সাঁড়াশি অভিযান চালানো হয়। মহাসড়কে ব্যাটারিচালিত অটোরিকশা-ভ্যান, সিএনজিচালিত অটোরিকশা, লেগুনা, ভটভটি ও মাইক্রোবাস কেটে তৈরি করা পিকআপ ভ্যান দেখলেই রাস্তা থেকে খাদে নামিয়ে দেওয়া হচ্ছে। এসব যানবাহন মহাসড়কে না চালানোর জন্য চালকদের সতর্ক করা হচ্ছে।

গত দু’দিনে ৪০টি ব্যাটারিচালিত ভ্যান, ৫২টি অটোরিকশা ও ভটভটি এবং নয়টি লেগুনা জব্দ করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি আব্দুল কাদের জিলানী।