বেলকুচি

সিরাজগঞ্জের বেলকুচিতে পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন

আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জ ঃ

সিরাজগঞ্জের বেলকুচিতে হেমেন্দ্রনাথ চৌধুরীকে সভাপতি ও বৈদ্যনাথ রায় কে সাধারণ সম্পাদক করে দুই বছরের জন্য বেলকুচি উপজেলা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার(২৩ নভেম্বর’১৮) বেলকুচি উপজেলার মদনমোহন মন্দির প্রাঙ্গনে সম্মেলনের উদ্বোধন করেন, সিরাজগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সন্তোষ কুমার কানু।

সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় উপদেষ্টামণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বিমল কুমার দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য এডভোকেট রনজিত কুমার মন্ডল স্বপন, কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সদস্য প্রাণ গোবিন্দ চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, সহ-সভাপতি বিজয় দত্ত অলক, যুগ্মসাধারণ সম্পাদক সুকান্ত সেন, অর্থবিষয়ক সম্পাদক দেবাশীষ সাহা সহ বেলকুচি উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।