সিরাজগঞ্জের বিশিষ্ট ফটো সাংবাদিক এনামুল কবীরের ইন্তেকাল ।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ শহরের ভিক্টোরিয়া স্কুল রোডের বাসিন্দা প্রখ্যাত ফোটো সাংবাদিক এনামুল কবীর হান্নান (৬২) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শুক্রবার দুপুরের ঢাকাস্থ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহ ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
সিরাজগঞ্জের বীর মুক্তিযোদ্ধার ও প্রখ্যাত কবি মরহুম এম,এ রউফ পাতার সহদর এনামুল কবীর দীর্ঘ দিন দৈনিক জনকণ্ঠের ফটো সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন। তার অপর ভাই বীরমুক্তিযোদ্ধা লেখক আব্দুল মান্নান ( মান্না রায়হান) ।
এনামুল কবীরের মৃত্যু সংবাদে সিরাজগঞ্জ সাংবাদিক বৃন্দ সহ প্রতিবেশী ও বন্ধুবান্ধব দের মাঝে শোকের ছায়া নেমে আসে।
এনামুল কবীরের এককন্যা তাসনুভা কবীর প্রভা (১৬) রয়েছে। এনামুল কবীরের মৃত্যুত গভীর শোক প্রকাশ করেছেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবে সভাপতি হেলাল আহমেদ ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম সান্টু।
শুক্রবার বাদ এশার সিরাজগঞ্জ শহরের চৌরাস্তায় জামে মসজিদে নামাজে জানাজা শেষে রহমতগঞ্জ পৌর কবরস্থানে দাফন কার্য সম্পন্ন হবে।