সিরাজগঞ্জের বিভিন্ন পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা!
নিজস্ব প্রতিবেদকঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিভিন্ন পেট্রোল পাম্পে বিএসটিআই রাজশাহীর উদ্যোগে স্কোয়াড অভিযান পরিচালনা করে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার (১০-মার্চ) দিনব্যাপী পরিচালিত অভিযানে মেসার্স সালছাবিল ফিলিং স্টেশন, লাহিড়ী মোহনপুর, উল্লাপাড়াতে অকটেন প্রতি ৫ লিটারে ৩৩০ মিঃলিঃ, পেট্রোল প্রতি ৫ লিটারে ২৬০ মিঃলিঃ ও ডিজেল প্রতি ৫ লিটারে ৪০ মিঃলিঃ কম পাওয়া যায়। মেসার্স ট্রাক ট্যাংলরী সমবায় ফিলিং স্টেশন, কুমারগাতি, উল্লাপাড়াতে পেট্রোল প্রতি ৫ লিটারে ২০০ মিঃলিঃ ও ডিজেল প্রতি ৫ লিটারে ১৫০মিঃলিঃ কম পাওয়া যায়। মেসার্স হাজী ফিলিং স্টেশন, হাটিকুমরুল উল্লাপাড়াতে পেট্রোল প্রতি ৫ লিটারে ২৭০ মিঃলিঃ ও ডিজেল প্রতি ৫ লিটারে ২২০মিঃলিঃ কম পাওয়া যায়। মেসার্স বোয়ালিয়া ফিলিং স্টেশন, বোয়ালিয়া, উল্লাপাড়াতে পেট্রোল প্রতি ৫ লিটারে ৪০ মিঃলিঃ কম পাওয়া যায়।
উল্লেখিত ফিলিং স্টেশনের বিরুদ্ধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ অনুযায়ী মামলা দাযের করা হয়েছে একই সাথে ত্রুটিযুক্ত মেশিন গুলো বন্ধ করা হয়েছে।
অভিযানে অংশগ্রহন করেন বিএসটিআই’র পরিদর্শক মোঃ আজিজুল হাকিম, ফিল্ড অফিসার (সিএম) মোঃ সাখাওয়াত হোসেন।
