সিরাজগঞ্জের বাগবাটিতে ৮’ম শ্রেণির ছাত্রীকে অপহরণের চেষ্টা: থানায় অভিযোগ দায়ের
নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের হরিণা গোপাল এলাকার আব্দুর রশিদের মেয়ে স্কুল পড়ুয়া রিমু খাতুন(১৪)’কে বসতবাড়ি থেকে জোরপূর্বক অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে একই এলাকার মুকুল হোসেনের পুত্র কাফি শেখের বিরুদ্ধে। এসময় বাঁধা দিতে গিয়ে ওই ছাত্রীর দাদা ও ছোট বোন কাফির পিতার লোকজনের হামলার শিকার হয়েছে বলেও জানা গেছে। এঘটনায় ওই ছাত্রীর দাদা আবুল কালাম ১’লা জুলাই শনিবার সিরাজগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়,
হরিণা বাগবাটি গালর্স স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী রিমু খাতুনকে স্কুলে যাওয়া আসার সময় নানাভাবে উত্যক্ত করতো হরিণা গোপাল এলাকার বাসিন্দা মুকুল হোসেনের পুত্র কাফি শেখ। বিষয়টি রিমু খাতুন তার পরিবারের সদস্যদের জানায়। রিমু খাতুনের পরিবারের সদস্যরা উত্যক্ত করার বিষয়টি কাফির অভিভাবকদের জানালে কাফির পরিবারের সদস্যরা কাফিকে শাসন না করে উল্টো রিমুকে অপহরণের হুমকি দেয়। এমতাবস্থায় গত ৩০’জুন বিকেলে কাফি শেখ রিমু খাতুনের বসতবাড়িতে গিয়ে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় রিমু’র চিৎকারে রিমু’র দাদা আবুল কালাম সহ আশপাশের লোকজন ঘটনাস্থল রিমু’র বসতবাড়িতে এসে বখাটে কাফিকে আটক করে। খবর পেয়ে কাফির পিতা মুকুল হোসেন ও তার সহযোগীরা এসে রিমু’র বসতবাড়িতে হামলা চালিয়ে কাফিকে উদ্ধার করে নিয়ে যায়। এঘটনায় ওই স্কুল ছাত্রীর দাদা আবুল কালাম ও ছোট বোন শিমু খাতুন কাফির লোকজনের হামলার শিকার হয়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠায়।
এলাকাবাসী সূত্রে আরও জানা যায়, ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে ঘটনার
রাতেই কাফির পরিবার সদর থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
এঘটনায় কাফি ও তার পরিবারের সদস্যদের সাথে একাধিক বার যোগাযোগ করা হলেও কোন মন্তব্য পাওয়া যায়নি।
সিরাজগঞ্জ সদর থানার ওসি হুমায়ন কবির জানান, ঘটনাটি তদন্ত সাপেক্ষে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।