সিরাজগঞ্জের পিপুল বাড়ীয়াতে চোলাই মদ তৈরির কারখানায় অভিযান,উপকরণ জব্দ
শুভ কুমার ঘোষ, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদরের বাগবাটি ইউনিয়নের পিপুলবাড়ীয়া গ্রামে একটি বাড়ীতে চোলাই মদ তৈরির কারখানার সন্ধান পেয়েছেন জেলা মাদক বিরোধী টাস্কফোর্স। উক্ত মদের কারখানাকে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধ প্রক্রিয়ায় চোলাই মদ তৈরির উপকরণ ১০০০ লিটার ওয়াশ ও ২০ লিটার চোলাই মদ জব্দ করে ধবংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। মংগলবার সকালে সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান এর নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আনসার ব্যাটালিয়ন এর সহযোগিতায় পরিচালিত টাস্কফোর্স অভিযানে এ কারখানার সন্ধান পাওয়া যায়। সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধ প্রক্রিয়ায় চোলাই মদ তৈরি দেখতে পান জেলা টাস্কফোর্স।
এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি টের পেয়ে মদ উৎপাদনকারীরা বাড়ী ছেড়ে পালিয়ে যায়। নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে অবৈধ প্রক্রিয়ায় চোলাই মদ তৈরির অপরাধে কারখানার মালিক সম্রাটের নামে নিয়মিত মামলা দায়ের করার জন্য জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কে নির্দেশনা প্রদান করা হয় এবং মদ তৈরির উপকরণ জব্দ করে ধবংস করেন টাস্কফোর্স। উক্ত টাস্কফোর্স অভিযানে সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপপরিদর্শক মোঃ ইব্রাহিম খলিল ও আনসার ব্যাটালিয়নের সদস্যবৃন্দ।