সিরাজগঞ্জের পাইকপাড়ায় ছেলে ধরা সন্দেহে ১মাদকাসক্ত যুবকে গন পিটুনি দিয়েছে স্হানীয়রা
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের সদর উপজেলার পাইক পাড়ায় ছেলেধরা সন্দেহে আলম (৩৫) নামে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। মঙ্গলবার (২৩ জুলাই) ভোরে জেলা সদর উপজেলার পাইকপাড়া দারুল কোরআন কওমী মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। আলম পৌর এলাকার গয়লা বটতলা এলাকায় আব্দুর রহিমের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে আলম নামে ওই যুবক মাদ্রাসার জানালা দিয়ে ঢোকার চেষ্টা করছিলেন। এসময় শিক্ষার্থীরা তাকে দেখে ভয়ে চিৎকার করতে থাকে। চিৎকারে গ্রামবাসী ও সব ছাত্ররা ওই যুবককে আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ আহতাবস্থায় আলমকে উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০-শয্যা বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওই মাদ্রাসার অধ্যক্ষ হাফিজুর রহমান, পাইকপাড়া গ্রামের মো. আয়নাল, মোকলেছুর রহমান ও আব্দুল আওয়াল নামে চারজনকে আটক করে থানায় নিয়ে গেছে। সদর থানার উপ-পরিদর্শক (এসআই) এম হাসান মাহমুদ জুয়েল জানান, ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে আহত আলম আসলে একজন ছিঁচকে চোর ও মাদকাসক্ত।