সিরাজগঞ্জের নলকায় বাস চাপায় এক ভ্যান যাত্রী নিহত।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
বঙ্গবন্ধু যমুনাসেতু পশ্চিমপাড় মহাসড়কের সিরাজগঞ্জের নলকায় বাসচাপায় ওয়াজেদ আলী (৪৫) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছে। এঘটনায় আরো ৬ জন আহত হয়েছে। মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর ২টার দিকে ওই দুর্ঘটনা ঘটে। আহতদের সিরাজগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা ফজিলাতুন্নেছাহাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) সৈয়দ সহিদ আলম জানান, ঢাকা থেকে রংপুরগামী একটি বাস ইটবাহী ট্রাককে ধাক্কা দিলে ট্রাকটি একটি ভ্যানকে সজোরে চাপা দেয়। এতে ভ্যানের চালকসহ ৭জন আহত হয়। হাসপাতালে নেয়ার পর ওয়াজেদ আলী নামের ভ্যান যাত্রীর মৃত্যু হয়েছে।