সিরাজগঞ্জের তেলকুপিতে আনি ফুডস চানাচুরে ভেজালের দায়ে জরিমানা।
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ ঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার তেলকুপি গ্রামে আনি ফুডস জনস্বাস্হ্যর জন্য ক্ষতিকর ইউরিয়া, সোডা ও কাপড়ের মার দিয়ে নোংরা ও অস্বাস্হ্যকর পরিবেশে চানাচুর তৈরী ও বৈধ কোন কাগজপত্র না থাকার দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত । এবং খাবার সোডা, ইউরিয়া ও কাপড়ের মার জব্দ করে জনসম্মুখে ধব্বংস করেছেন ভ্রাম্যমাণ আদালত। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ মার্চ-২০১৯) দুপুরে সিরাজগঞ্জ সদরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে আনি ফুডস এর মালিক শহিদুল ইসলাম এর নামে মামলা দিয়ে ১৫ হাজার টাকা জরিমানা তাৎক্ষণিক আদায় করেছেন আদালত। এ ব্যাপারে পেশকার মিলন সরকার জানান,কারখানায় জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ইউরিয়া,খাবার সোডা ও কাপড়ের মার দিয়ে বেকারী পণ্য উৎপাদন দেখতে পান আদালত। উৎপাদিত চানাচুর এর মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ নেই। এছাড়া বিএসটিআই এর ছাড়পত্র, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, কর্মচারীদের স্বাস্থ্য সনদ,কলকারখানা প্রতিষ্ঠান অধিদপ্তরের সনদপত্র,ফায়ার সার্ভিসের ছাড়পত্র ও ট্রেড লাইসেন্স নেই। এ কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে দন্ড প্রদান করা হয়েছে। উক্ত অভিযানে সহযোগিতা করেন সদর থানা পুলিশের উপপরিদর্শক আশুতোষ চন্দ্র দাস, পেশকার মিলন সরকার, থানা পুলিশের এর সদস্যবৃন্দ।