সিরাজগঞ্জের তাড়াশে মাটিবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
লুৎফর রহমান, তাড়াশঃ
সিরাজগঞ্জের তাড়াশে মাটিবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (২২ মে) দুপুরে তাড়াশ পৌর এলাকার কোহিত গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মতিউর রহমান ঠান্ডু কোহিত গ্রামের আকবার আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানা ওসি তদন্ত নুরে আলম।
এলাকাবাসী সূত্রে জানা গেছে , কোহিত বারুহাস আঞ্চলিক সড়কের বটতলা ব্রিজ এলাকায় মতিউর রহমান ঠান্ডু মটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন এমন সময় অপরদিকে থেকে মাটিবাহী ড্রাম ট্রাক নিয়ে আসার পথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মতিউর রহমান গুরুতর আহত হয়।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পথে তিনি মারা যান।
এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ মো: শহিদুল ইসলাম জানান খবর শুনেছি ।ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।