তাড়াশ

সিরাজগঞ্জের তাড়াশে বিএনপির কালোব্যাজ ধারণ

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সিরাজগঞ্জের তাড়াশে কালোব্যাজ করেছেন উপজেলা বিএনপির নেতা ও কর্মীরা।

রোববার সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপির সাধারণ সম্পাদক স.ম আফসার আলীর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা খালেদা জিয়ার মুক্তির দাবীতে কালোব্যাজ ধারণ করেন।

এ সময় উপজেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক হাসান ইকবাল শহীদ, যুবদলের সহ-সভাপতি রেজাউল করিম আকন, উপজেলা যুবদলের সাধালণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, যুবদলের উপদেষ্টা প্রভাষক আব্দুল হাকিম ও যুবদল নেতা নায়েব আলীসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।